বগুড়ায় র্যাব-১২ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
জাহিদ হাসান,বগুড়া:
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৮, ২০২৪ । ৬:২৭ অপরাহ্ণ
ফলো করুন-
বগুড়া র্যাব-১২, সিপিএসসি, ও র্যাব-৪. সিপিসি-৩, মানিকগঞ্জ এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা- মৃত আঃ সাত্তার, সাং- তরফসরতাজ মধ্যপাড়া, থানা- গাবতলী, জেলা- বগুড়া।
জানা যায়, বগুড়া জেলার গাবতলী থানাধীন নিশুপাড়া এলাকায় এক ভিকটিমের সাথে আসামী মোঃ আলমগীর হোসেন (৪৫) এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসামী ভিকটিমকে চার শতক জমি লিখে দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে গত ১৩ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে গাবতলী
থানাধীন গাবতলী পৌরসভার অন্তর্গত তরফতরতাজ মধ্যপাড়া গ্রামস্থ বাঁশ ঝাড়ের মধ্যে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে, যা স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনায় ভিকটিম বাদি হয়ে গত ০৭ অক্টোবর ২০২৩ ইং তারিখে বগুড়া গাবতলী মডেল থানায় একটি মামলা রুজু করে।
এ ঘটনার পর থেকেই র্যাব ধর্ষককে গ্রেফতার করে আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই প্রেক্ষিতে ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর যৌথ অভিযানে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন ফোর্ডনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে, র্যাবের পুলিশ সুপার,
কোম্পানী কমান্ডার, মীর মনির হোসেন সিপিএসসি, র্যাব-১২, বগুড়া জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গাবতলী মডেল থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :