একতরফা ডামি জাতীয় সংসদ নির্বাচন বাতিল, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবীতে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবীতে গাইবান্ধার সাদুল্লাপুরে বাম গণতান্ত্রিক জোট এর পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে দুনিয়ার মজদুর এক হও, দু:শাসন হটাও-ব্যবস্থা বদলাও-বিকল্প গড়ো” এই প্রতিপাদ্যকে স্মনে রেখে উপজেলা শহরের চার মাথা মোড়ে জেলা বাম গণতান্ত্রিক জোট এর উদ্যোগে এ পথ সভা অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর উপজেলা সিপিবি’র সভাপতি নিখিল চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক কাজী আবু রাহেন শফিউল্লাহ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদক রেবতী বর্মন, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমূখ।
সভায় বক্তারা গাইবান্ধায় ইপিজেড চালু করা, বিশ্ববিদ্যালয় স্থাপন, সকল শ্রমজীবী মানুষের জন্য স্বল্প মূল্যে রেশনিং চালু করা, সার ডিজেলসহ কৃষি উপকরণ ও সকল নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি, লুটপাট বন্ধ করা, দেশের টাকা পাচারকারীদের গ্রেফতার ও শাস্তি প্রদানের তাবী জানান।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :