২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুরে আজ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় শরীয়তপুর জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে জেলাপ্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
যথাযথ মর্যাদায় দিবস পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হয়। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের প্রথম প্রহরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। পরে পর্যায়ক্রমে আলোচনা সভা এবং শিশু একাডেমির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন। এ ছাড়াও বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :