বাগেরহাটে পুলিশের চেকপোষ্ট দেখে মটরসাইকেল সহ ১৬ কেজি গাঁজা ফেলে পালালো দুই মাদক ব্যবসায়ী
বাগেরহাটে প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৭, ২০২৪ । ৬:৩৩ অপরাহ্ণ
ফলো করুন-
বাগেরহাট পৌরসভার দশানী মোড় এলাকায় পুলিশের চেকপোষ্ট দেখে মটরসাইকেলসহ ১৬ কেজি গাঁজা ফেলে পালিয়েছে দুই মাদক ব্যবসায়ী। বুধবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী এলাকায় ট্রাফিক পুলিশের বক্স এর সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পালিয়ে যাওয়া দুই মাদক বিক্রেতা ও মটরসাইকেলের মালিককে চিহ্নত করার চেষ্টা করছে পুলিশ।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, ফিটসেন বিহিন গাড়ীর বিরুদ্ধে নিয়োমিত অভিযানের অংশ হিসাবে সকালে দশানী এলাকায় চেকপোষ্ট বসায় ট্রাফিক পুলিশ।
এসময় সন্দেহজনক ওই মটরসাইকেলটিকে থামার জন্য নির্দেশ দিলে অজ্ঞাত ওই দুই মাদক বিক্রেতা মটরসাইকেলটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মটরসাইকেলটি তল্লাশী চালিয়ে দুটি বস্তায় থাকায় ৮টি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া দুই মাদক কারবারিকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
আপনার মতামত লিখুন :