সর্বশেষ :

নারায়ণগঞ্জে ১৯টি ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা, তিনটি বন্ধ


অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৪ । ৯:১৮ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে ১৯টি ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা, তিনটি বন্ধ
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ, জেলার বন্দর উপজেলায় আজ ১৯টি ইটভাটাকে মোট ৭০ লাখ টাকা জরিমানাসহ তিনটি ইটভাটাকে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ বুধবার দিনব্যাপীবন্দর উপজেলার ফনকুল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ আহমেদ-এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের  উচ্ছেদ অভিযানকালে এসব ব্যবস্থা গ্রহন করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামজিদ আহমেদ জানান, পরিবেশগত ছাড়পত্র না থাকা, মাটি ব্যবহার আইন, কৃষি জমির মাটি ব্যবহার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপনের দায়ে ১৯ টি ইটভাটাকে মোট ৭০ লাখ টাকা জরিমানা- সহ ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

এর মধ্যে ৩টি ইটভাটা এক্সাভেটর দিয়ে ভেঙ্গে তাদের কার্যক্রম স্থায়ী ভাবে বন্ধ করা হয়েছে। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ মুজাহিদ-সহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সূত্র : বাসস


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭