কুসিক উপনির্বাচনে আলোচনায় আছে ডজন খানেক প্রার্থীর নাম; মনোনয়নপত্র সংগ্রহ ৪ টি


আবুল হাসনাত সজীব, কুমিল্লা:
ফেব্রুয়ারি ৭, ২০২৪ । ৭:৩৬ অপরাহ্ণ
কুসিক উপনির্বাচনে আলোচনায় আছে ডজন খানেক প্রার্থীর নাম; মনোনয়নপত্র সংগ্রহ ৪ টি
সংগৃহীত ছবি

আগামী ৯ই মার্চ কুসিক মেয়র পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ হবে। গত ২৪ জানুয়ারি তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। বাছাই ১৫ ফেব্রুয়ারি, প্রত্যাহার শেষ দিন ২২শে ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২৩ ফেব্রুয়ারি। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার দুই সপ্তাহ পার হয়ে গেলেও প্রার্থী ঠিক করতে পারেনি আওয়ামী লীগ।

গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তার মৃত্যুর পর ভারপ্রাপ্ত মেয়র এর দায়িত্ব পালন করেছেন ১ নং প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আলামিন সাদি।

কুমিল্লা সিটির উপ-নির্বাচনে মেয়র পদে আলোচনায় আছে বিএনপি’র দুই বয়স কত নেতা সহ অন্তত এক ডজন প্রার্থীর নাম। তারা হচ্ছেন সাবেক মেয়র ও বিএনপি’র বয়স্কৃত নেতা মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের পিপি জহিরুল ইসলাম সেলিম,

প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজাল খানের কন্যা ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি আনজুম সুলতানা সীমা, ও কুমিল্লা সদর আসনের বর্তমান সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহারের কন্যা ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা, প্রয়াত মেয়র আরফানুল হক রিফাতের স্ত্রী ফারহানা হক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন,

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদ তানিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি (বহিষ্কৃত) নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম সিকদার,

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান, মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য আনিসুর রহমান মিঠু।

ইতোমধ্যে কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সহ বিএনপি’র দুই বহিষ্কৃত নেতা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখন নগরজুড়ে আলোচনা চলছে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী? দলটি থেকে অন্তত ৮-১০ জন নেতা নেত্রী মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাপ করছেন।

তবে দলীয় মনোনয়ন পেয়ে কে হাসবেন চূড়ান্ত হাসি তা এখনও নিশ্চিত নয়। এছাড়া দুইটি গ্রুপে বিভক্ত কুমিল্লার আওয়ামী লীগ এ নির্বাচনে একক প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে দলের অন্য কেউ শেষ পর্যন্ত বিদ্রোহী হয়ে ওঠেন কিনা স্থানীয় রয়েছে আলোচনা জল্পনা কল্পনা। বৃহস্পতিবার প্রার্থী চূড়ান্ত করার বৈঠকে বসছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭