সর্বশেষ :

রাচিনের প্রথম ডাবল সেঞ্চুরির দিনে দূর্জয়ের রেকর্ড ভাঙলেন ব্র্যান্ড


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৫, ২০২৪ । ৪:১৩ অপরাহ্ণ
রাচিনের প্রথম ডাবল সেঞ্চুরির দিনে দূর্জয়ের রেকর্ড ভাঙলেন ব্র্যান্ড

রাচিন রবীন্দ্রর ক্যারিয়ারের প্রথম ডাবল-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫১১ রানের পাহাড় গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসকে ডাবল শতকে রুপ দিয়ে ২৪০ রান করেন রাচিন।

অভিষেক টেস্টে ১১৯ রানে ৬ উইকেট নিয়ে অধিনায়ক হিসেবে সেরা বোলিংয়ে বাংলাদেশের নাইমুর রহমান দূর্জয়ের রেকর্ড ভাঙেন দক্ষিণ আফ্রিকার হয়ে নিল ব্র্যান্ড। নিউজিল্যান্ডের ইনিংস শেষে ব্যাট হাতে নেমে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৮০ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেট হাতে নিয়ে ৪৩১ রানে পিছিয়ে প্রোটিয়ারা।

মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল থেকে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন কেন উইলিয়ামসন ও রাচিনের জোড়া সেঞ্চুরিতে ৮৬ ওভারে ২ উইকেটে ২৫৮ রান করেছিলো নিউজিল্যান্ড। উইলিয়ামসন ১১২ ও রাচিন ১১৮ রানে অপরাজিত ছিলেন।

আজ দ্বিতীয় দিন উইলিয়ামসনকে ১১৮ রানে থামান দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত পেসার রুয়ান দু সোয়াত। ২৮৯ বল খেলে ১৬টি চারে ১১৮ রান করেন উইলিয়ামসন। তৃতীয় উইকেটে রাচিনের সাথে ৪৭২ বলে ২৩২ রানের জুটি গড়েন উইলিয়ামসন।

দুই বছর পর ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে প্রথম ডাবল-সেঞ্চুরির দেখা পান রাচিন। ডাবল-সেঞ্চুরির পরও ইনিংস বড় করার চেষ্টা করেন তিনি।

শেষ পর্যন্ত দলীয় ৪৭৪ রানে সপ্তম ব্যাটার হিসেবে ব্র্যান্ডের বলে বোল্ড হওয়ার আগে  ২৬টি চার ও ৩টি ছক্কায় ৩৬৬ বলে ২৪০ রান করেন রাচিন। পরের দিকে গ্লেন ফিলিপস ৩৯ ও ম্যাট হেনরি ২৭ রানে আউট হন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ ৫১১ রানে থামে নিউজিল্যান্ড।

প্রথম দিন পঞ্চম বোলার হিসেবে আক্রমনে এসে উইকেট না পেলেও দ্বিতীয় দিন ৬ উইকেট শিকার করেন ২৬ ওভারে ১১৯ রান দেওয়া ব্র্যান্ড। এতে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সেরা বোলিংয়ে বাংলাদেশের দূর্জয়ের ২৪ বছরের পুরনো রেকর্ড ভাঙেন ব্র্যান্ড।

২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৪ দশমিক ৩ ওভারে ১৩২ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন অধিনায়ক দূর্জয়।

নিউজিল্যান্ডের ইনিংস শেষে ব্যাট হাতে নেমে উপরের সারির চার ব্যাটারকে হারিয়ে ৮০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ২৯ রান নিয়ে অপরাজিত আছেন ডেভিড বেডিংহ্যাম। এছাড়া অভিষিক্ত এডওয়ার্ড মুর ২৩ ও জুবায়ের হামজা ২২ রান করে আউট হন। নিউজিল্যান্ডের কাইল জেমিসন ২টি উইকেট নেন।
সূত্র : বাসস

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭