কিছুক্ষনের জন্য মায়ের চোখের আড়াল হয়ে আবার মায়ের কোলেই ফিরে আসলো ৩ বছরের শিশু ইশরাত জাহান ফাতিমা তবে ফিরতে হলো লাশ হয়ে।
বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মাছেরখাল বাজার সংলগ্ন প্রবাসী মো: ইমরান হোসেনের মেয়ে ফাতিমা। পহেলা ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০ টার পর হঠাৎ ফাতিমার খোঁজ না পাওয়ায় তার মা রুমানা আক্তার সহ পরিবারের লোকজন ফাতিমাকে আশপাশে খোজাখুজি করে না পেয়ে পরে ফাতিমাকে তাদের বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় তার পরিবার।
সেখান থেকে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ বছরের শিশু ফাতিমাকে মৃত ঘোষণা করে। ফাতিমার মৃত্যু আনুমানিক সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যেই ঘটে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন ঘটনা শোনার পর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং এ ঘটনায় পাথরঘাটা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :