কুষ্টিয়া আইডিয়াল নার্সিং ইনস্টিটিউট কর্তৃক নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
সাইফ উদ্দীন আল-আজাদ,কুষ্টিয়া
জানুয়ারি ২৯, ২০২৪ । ৬:৪২ অপরাহ্ণ
ফলো করুন-
কুষ্টিয়া আইডিয়াল নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে শিক্ষাবর্ষ-২০২৪ এ নতুনদের নবীন বরণ ও সমাপনী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১২টায় আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথমে পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।নবীন শিক্ষার্থীদের মাঝে ফুলের স্টিক বিতরণ ও মিষ্টিমুখ করানোর মাধ্যমে বরণ করে নেওয়ার পাশাপাশি,নার্সিং গঠনতন্ত্র অনুযায়ী সপথ গ্রহণ করানো হয়।
দীর্ঘ কয়েকবছর অধ্যায়ণ করে নার্সিং কোর্স সমাপনী পরীক্ষা দেওয়ার মাধ্যমে যারা কৃতকার্য হয়েছেন, এসকল শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদানের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান আরিফা আক্তার,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউ-সান ডায়াগনস্টিক সেন্টার এন্ড প্রাইভেট হসপিটালের চেয়ারম্যান ও আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ হোসেন ইমাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হসপিটালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার,সেবা তত্ত্বাবধায়ক মোছাঃ হামিদা খাতুন, লিজা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোছাঃ আসমা খাতুন,
সাফিনা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ বিথীকা বাড়ৈ,নার্সিং ইন্সটিটিউট কুষ্টিয়ার ইন্সট্রাক্টর ইনচার্জ স্মৃতি কথা হালদার,আলো নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মমতা দাস,গুরুকুল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মতিয়ার রহমান,
নাসির উদ্দীন বিশ্বাস নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ বিলকিস আরা সুলতানা, আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের সদস্য কানিজ ফাতেমা প্রমুখ। সর্বপোরি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :