মেয়াদ উত্তীর্ণ হলেও নির্বাচন দিচ্ছে না বগুড়া আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বর্তমান কমিটি, এছাড়াও রয়েছে নানা অভিযোগ–

মেয়াদ উত্তীর্ণ হলেও নির্বাচন দিচ্ছে না বগুড়া আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বর্তমান কমিটি, এছাড়াও রয়েছে নানা অভিযোগ–
মোঃ ইসমাঈল  হোসেন, বগুড়া স্টাফ রিপোর্টার:
প্রকাশের সময় :
বগুড়া আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। সাবেক কার্যনির্বাহী সদস্য শ্রমিক নেতা মোঃ লিলু মোল্লা সহ আরো অনেকে অভিযোগ করেন যে, ২৯ শে ফেব্রুয়ারী ২০২০ সালে বগুড়া আন্তজেলা ট্রাক পরিবহন  শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।
গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ তিন বৎসর যা অনেক আগেই শেষ হয়েছে। বর্তমান কার্যনির্বাহী কমিটি সংবিধান লঙ্ঘন করিয়া অন্যায় ও বে-আইনিভাবে দায়িত্ব পালন করিয়া  আসছে।
নির্বাচনের জন্য বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর বিধান এবং তদানুযায়ী আন্তজেলা ট্রাক পরিবহন  শ্রমিক ইউনিয়ন বগুড়া এর বার্ষিক সাধারণ সভা আহ্বানের জন্য গঠনতন্ত্রে উল্লেখ থাকলেও বর্তমান কমিটি তা অগ্রাহ্য করে চলেছেন এবং বিভিন্ন অজুহাত দেখে কালক্ষেপণ করে চলেছেন।
বাধ্য হয়ে আমরা শ্রমিকরা কয়েকটি বিষয় উল্লেখ করে শ্রমপরিচালক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,শ্রম অধিদপ্তর, ঢাকা-বরাবর একটি দরখাস্ত প্রেরণ  করি।যা নিম্নর-(১) মেয়াদ উত্তীর্ণ হলেও নির্বাচন না দেওয়া । (২)স্বীকৃত চাটার্ড একাউন্টেন্ট ফার্ম দ্বারা হিসাব নিরীক্ষণ না করা। (৩)১৫৫ জন মৃত শ্রমিককে আর্থিক সহায়তা না করা ।
(৪)শ্রমিক ইউনিয়নের টাকা ব্যাংকে না রেখে নিজেদের  কাছে রাখা। তাদের এই অভিযোগ পত্র সংগঠনের সভাপতি জনাব আব্দুল মান্নান মন্ডলের দৃষ্টিগোচর হলে তিনি সাবেক সেক্রেটারি মোঃ মিন্টু খানকে অডিট কমিটির আহ্বায়ক  করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করে দেন।
জনাব মিন্টু খানের তদন্ত কমিটি ৪২ মাসের আয় ব্যায়ের হিসাব শেষে অত্র সংগঠনের তহবিলে ৮৯লক্ষ ৪৫ হাজার ৮০৭ টাকা আছে বলে একটি প্রতিবেদন দাখিল করেন,নিয়ম অনুযায়ী যা ব্যাংকে জমা থাকার কথা ছিল। এ বিষয়ে সংগঠনের সভাপতি জনাব আব্দুল মণ্ডল,
সেক্রেটারি জনাব খলিলুর রহমান ও কার্যনির্বাহী  সভাপতি মোঃ রাসেল মন্ডলের সাথে কথা হলে-তারা বলেন যে,বিগত দুই বৎসর করোনা,আমাদের ক্যাশিয়ার জনাব শাহিন আলম দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ও জাতীয়  নির্বাচন সহ বিভিন্ন সমস্যার কারণে
আমরা বিষয়গুলো গুছিয়ে উঠতে  পারি নাই।তবে আগামী ৩-রা ফেব্রুয়ারি আমরা একটি সাধারণ সভার আহবান করেছি, ঐ সাধারণ সভায় সকল বিষয়ের আলোচনা সাপেক্ষে সমাধান করব বলে আশা করছি,