গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টি (জাপা) ছেড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক নেতাকর্মী।
রবিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর বাসভবনে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমাছ হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি জবেদ আলী মুনসী ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আমজাদ হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি লুৎফর রহমান ও ৫ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সামছুল হোসেনের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতা-কর্মী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।
পরে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হুদা মাস্টার,
কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজু মিয়া, ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ শীলসহ আওয়ামী লীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসময় দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেয়ার বিষয়ে জাপা নেতারা জানান, সুন্দরগঞ্জে জাতীয় পার্টির এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বের প্রতি চরম ক্ষোভ এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তারা আওয়ামী লীগের পক্ষে সব সময় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
হারুন অর রশিদ
সুন্দরগঞ্জ গাইবান্ধা
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :