জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিযনের আমদই গ্রামের সাইফুদ্দিন ইসলামের স্ত্রী বেলী বেগম। তার চার বছর বয়সে সন্তানকে নিয়ে তার বোনের চিকিৎসার জন্য রংপুর যাবার পথে গোবিন্দগঞ্জ পার হয়ে সিএনজি থেকে পড়ে তার মৃত্যু ঘটে।
জানা যায়, আজ শুক্রবার (১৫ই ডিসেম্বর) সকাল ৯ টা দিকে বেলি বেগম বয়স (৩৫) বছর একটা সিএনজি নিয়ে তার বোনের চিকিৎসার জন্য রংপুর দিকে রওনা দেয়। কিছুক্ষণ যাবার পর তার চার বছরের সন্তান বুমি শুরু করে, গোবিন্দগঞ্জ পার হয় তার সন্তান অস্থিরতা ভোগ করে। সন্তানকে বুমি করার জন্য সিএনজির মুখের সামনের দিকে হেলে যায় এবং সিএনজির একই স্পিড থাকার কারণে, ব্যালেন্স ঠিক রাখতে না পারায় সিএনজি থেকে ছিটকে পড়ে যায়। এতে মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং গুরুত্ব আহত হয়। আহত হওয়ার কারণে বগুড়া মেডিকেলে ভর্তি করানো হয়। এ সময় কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন এবং পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নেই। হারিয়ে যায় একটি তরতাজা প্রাণ।
ভিসি/এমএড
আপনার মতামত লিখুন :