সর্বশেষ :

কাউনিয়ায় দেবরের মারপিটে ভাবি হাসপাতালে ভর্তি


মোশারফ হোসেন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৩ । ৫:৫৬ অপরাহ্ণ
কাউনিয়ায় দেবরের মারপিটে ভাবি হাসপাতালে ভর্তি

রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামে জামিল আখতারের বাড়ির টিউবওয়েল কাছে শিশু বাচ্চার পায়খানার প্যাম্পাস ঢিল ছঁড়ে মারার নিষেধ করায় দেবর কর্তিক ভাবি আঞ্জুয়ারা বেগম (৪৫) কে মারপিট করে গুরুত্বর আহত করার অভিযোগ ওঠেছে।  ওই ভাবি এখন হাসপাতালের বিছানায় ব্যাথার যন্ত্রণায় কাতরাচ্ছে।

কাউনিয়া থানা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হরিশ্বর গ্রামের বাসিন্দা মোঃ জামিল আখতারের ছোট ভাই সিরাজুল ইসলাম প্রায় সময় তার বাড়ির পাশে খালে পায়খানা, ময়লা আর্বজনা ফেলতো। এ কারণে তাকে অনেক বার নিষেধ করাও হয়েছে। এর পরেও গত বুধবার দুপুরে জামিল আখতারের বাড়ির টিউবওয়েল কাছে ছোট বাচ্চার পায়খানা সহ প্যাম্পাস ঢিল ছুড়ে মারে। আঞ্জুয়ারা বেগম কেন প্যাম্পাস বাড়িতে ঢিল ছুড়ে মারা হলো এর কারণ জানতে চাইলে সিরাজুল ইসলাম তার স্ত্রী লাইজু বেগম ও তার পুত্র লিমন মিয়া সহ তাকে বেদম মারপিট করে গুরুত্বর আহত করে। আঞ্জুয়ারার স্বামী সন্তান সে সময় বাড়িতে না থাকায় প্রতিবেশিরা আঞ্জুয়ারা কে উদ্ধার করে কাউনিয়াউ পজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সে এখন হাসপাতালের বিছানায় ব্যাথা যন্ত্রণায় ছটফট করছেন।

এ ব্যাপারে কাউনিয়া থানা ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১