নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় নব যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সঙ্গে উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, আলেম, পূজা উদযাপন কমিটি, সুশীল সমাজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ৪ টার দিকে রুপগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান হয়।
আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার, নবযোগদানকারী রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা পিপিএম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ-সম্পাদক মকবুল হোসেন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমান উল্লাহ আমান, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, বীরপ্রতীক গাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রূপগঞ্জ উপজেলার সভাপতি গনেশ চন্দ্রপাল, রূপগঞ্জ উপজেলা ঠিকাদার এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনসহ উপজেলার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।
মতবিনিময় সভায় বক্তারা উপজেলার সার্বিক বিষয় ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ আলোচনা করে।
ভিসি/এমকে
আপনার মতামত লিখুন :