সর্বশেষ :

মৌলভীবাজারে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন


কপিল দেব, মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩ । ৫:৫৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

মৌলভীবাজারে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ ডিসেম্বর) জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ‘মহান বিজয় দিবস কাবাডি (বালক-বালিকা) প্রতিযোগিতা-২০২৩।

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলার  পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

এই কাবাডি প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার ০৭ উপজেলা এবং মৌলভীবাজার পৌরসভা থেকে মোট ০৮ টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৬ ডিসেম্বর দুপুরে এই কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার সদর উপজেলা ও মৌলভীবাজার পৌরসভা দল ফাইনাল খেলায় মুখোমুখি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১