সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায় স্বামী আলতাফ হোসেনের মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেছেন স্ত্রী রহিমা খাতুন। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আলতাফ হোসেন (৩৫) আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের শামসুর রহমানের ছোট ছেলে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান দাউদ গাজী জানান,‘‘আলতাফ হোসেন সপ্তাহ তিনেক আগে ভাটা শ্রমিক হিসেবে কাজ করার জন্য ঢাকার সাভার এলাকায় যান। কিছুদিন যেতে না যেতে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। স্থানীয়ভাবে পরীক্ষা-নিরীক্ষার পরে তার ব্লাড-ক্যান্সার হয়েছে বলে চিকিৎসকরা জানান। শারীরিক অবস্থার অবনতিতে গত শনিবার আলতাফ হোসেনকে সাভার থেকে ফিরিয়ে এনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ’’
দাউদ গাজী আরও জানান, ‘‘ আলতাফ হোসেনের মরদেহ এ্যাম্বুলেন্সে করে প্রতাপনগরে ফিরিয়ে আনার সময় বুধবার দুপুরে বুধহাটা এলাকায় তার গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে তিনি একটি মেয়ে সন্তান জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক সুস্থ্য রয়েছে।
আপনার মতামত লিখুন :