মৌলভীবাজারের রাজনগর থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক যোগদান করেছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে রাজনগর থানার বিদায়ী ওসি বিনয় ভূষন রায়ের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করে যোগদান করেন।
হবিগঞ্জ জেলা সদরের অধিবাসী মো. আব্দুছ ছালেক শিক্ষাজীবন শেষ করে ২০০০ সালে পুলিশে যোগদান করেন। পরে তিনি চাকুরি জীবনে বিভিন্ন সময়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এবং মৌলভীবাজার জেলার সদর থানা ও শ্রীমঙ্গল থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে দায়িত্ব পালন করেন। পরে বদলি হয়ে কুলাউড়া থানায় ওসি পদে যোগদান করেন।
নবাগত ওসি মো. আব্দুছ ছালেক রাজনগর থানায় দায়িত্ব পালনে থানা এলাকার প্রকৃত পুলিশিং সেবা,সার্বিক আইন শৃঙ্খলা রক্ষাসহ চুরি-ডাকাতি, মাদক প্রতিরোধে সকলের সহযোগীতা ও থানায় সুনামের সাথে দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
ভিসি/এমএড
আপনার মতামত লিখুন :