টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কোকডহড়া ইউনিয়নের গ্রামে কুটুরিয়া স্থায়ী এক আওয়ামী যুবলীগ নেতা মনির শিকদার। তার দলীয় ক্ষমতা এবং বাহু বলে শক্তিতে ফসলি জমি কেটে নষ্ট করে দিচ্ছে এবং ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে পরিবেশের ভারসাম্যও নষ্ট করছে।
এলাকাবাসী বলেন, উনি দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করেন এতে করে নেই কোন বাধা এবং বলার নেই কেউ। এতে করে বসবাসের অনুপযোগ্য হয়ে উঠার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় অনেক লোকজন।
কালিহাতী উপজেলা ইউএনও বলেন, তিনি এই বিষয়টি অবগত না। তিনি বিষয়টি জানতে পারলেন। আইন অনুযায়ী তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।
ভিসি/এমএড
আপনার মতামত লিখুন :