ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র সোমবার ইয়েমেনের কাছে একটি নরওয়েজিয়ান পতাকাবাহী ট্যাঙ্কারকে আঘাত করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সেন্টকম এক্স-এ একটি পোস্টে বলেছে, ট্যাংকার স্ট্রিন্ডায় ‘আগুন ধরে যাওয়ায় ক্ষতি হয়েছে।’
পোস্টে বলা হয়, মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার আক্রান্ত জাহাজের জরুরি সংকেত পেয়ে সহায়তায় এগিয়ে আসে।
সূত্র : বাসস
আপনার মতামত লিখুন :