সম্মুখে বিজয়ের হাতছানি
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৩ । ৭:৪৫ অপরাহ্ণ
ফলো করুন-
প্রতীকী ছবি
তাইরান আবাবিল
ইতিহাস –
ধর্ষিতা মা-বোন
আর রক্তে নিথর দেহ…
সাথে ত্রিশ লক্ষ শহীদের প্রাণের বলিদান
যাঁরা নিঃস্বার্থে দিয়েছিলেন নিজের জান…
কিন্তু প্রশ্ন –
কবে হবে উদ্ধার
রক্তাক্ত মাতৃভূমির ঐ মানচিত্র..?
অথচ যেখানে পলাশীর প্রান্তরে
ধ্বংসিত হয়েছিল স্বদেশ,
সেখানেই ফের স্বাধীন
বাঙালীর রক্তাভ বাংলাদেশ।
সন্মুখে বিজয়ের হাতছানি…
নয় পরাজয়ের গ্লানি।
অবশেষে এলো সেদিন –
১৬’ই ডিসেম্বর ১৯৭১
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান…
বাংলার এই পবিত্র ভূমিতে তর্জনী উঁচিয়ে
করে গেলেন তিনি আবিস্কার –
এক লাল-সবুজ পতাকার,
যা আজ ষোল কোটি মানুষের
অর্থবহ এক অনন্য অহংকার…
যা আজো বহমান।
– চট্টগ্রাম থেকে
আপনার মতামত লিখুন :