সর্বশেষ :

শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে মাগুরায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বই বিতরণ


আলিমুল সোবাহান, ভ্রাম্যমাণ প্রতিনিধি মাগুরা
ডিসেম্বর ১২, ২০২৩ । ৭:২৪ অপরাহ্ণ
শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে মাগুরায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বই বিতরণ
সংগৃহীত ছবি

মাগুরার শ্রীপুর উপজেলায় সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম এর পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র বই আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মুক্ত মঞ্চে উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি মাদ্রাসাসহ মোট ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৮ হাজার ৩শ ৩০টি বিভিন্ন ধরনের বই বিতরন করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ ফজলে রাব্বি।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সাবিনা খাতুন, হাট দারিয়াপর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, ডাঃ নূরুল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সুরাইয়া মুস্তারীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ ফজলে রাব্বি বলেন, শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে এ-ই সহযোগ বইগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ ও বিদেশের সেরা লেখকবৃন্দের সেরা বইগুলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে পেরে আমরা খুবই আনন্দিত।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১