গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি জামালপুর জেলা পুলিশ এর উদ্যোগে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা-২০২৩ শুভ উদ্বোধন করা হয়।
জামালপুর পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান বিপিএম সভাপতিত্বে কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জ অতিরিক্ত ডিআইজি খন্দকার নজমুল হাসান পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর মোটর ড্রাইভিং স্কুল পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজুল কবির।
মহান বিজয় দিবসে কাবাডি প্রতিযোগিতা-২০২৩ এ ৭টি থানার মধ্যে প্রতিটি থানা থেকে একটি পুরুষ দল ও একটি নারী দল মিলে মোট ১৪ টি দল অংশ গ্রহণ করবেন।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। সাধারণত বিশেষ উৎসব বা পালা-পার্বণে বেশ আড়ম্বরপূর্ণ ভাবে কাবাডি খেলার আয়োজন করা হয়। তবে বর্তমানে এই খেলা প্রায় বিলুপ্তির পথে। তাই জামালপুর জেলা পুলিশের উদ্যোগে এই মহান বিজয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা-২০২৩’ এর আয়োজন করা হয়।
ভিসি/এমকে
আপনার মতামত লিখুন :