বাগেরহাটে ১৪ কেজি গাঁজা সহ আটক ২


মেহেদী হাসান, বাগেরহাট ক্রাইম রিপোর্টার
ডিসেম্বর ১২, ২০২৩ । ১:২১ অপরাহ্ণ
বাগেরহাটে ১৪ কেজি গাঁজা সহ আটক ২
সংগৃহীত ছবি

বাগেরহাটের ফকিরহাটে কাটাখালী নামক স্থানে মঙ্গলবার সকাল ৭ টার সময় জেলা ডিবি পুলিশের অভিযানে সৌদিয়া পরিবহন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পরিবহন তল্লাশি করে ১৪ কেজি গাঁজা সহ দুজন মাদক কারবারিকে আটক করে বাগেরহাট জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর স্বপন রায় এর নেতৃত্বে একটি দল।

আটককৃতরা হলো- জেলার মোড়েলগঞ্জ উপজেলার মোঃ কাউসার হাওলাদার এর স্ত্রী,মোছাঃ ফাতেমা বেগম (৫০) এবং মোঃ রুস্তম আলীর ছেলে মোহাম্মদ ইমন হোসেন রাজু।

বাগেরহাট জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর স্বপন রায় সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি পরিবহন তল্লাশি করে এদের আটক করা হয়।আটকতৃতদের নামে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসানাত খান।

ইন্সপেক্টর স্বপন রায় এর আগেও ফকিরহাট মডেল খানায় থাকা কালিন একাধিক বড় বড় মাদকের চালান আটক করেছিলেন।বর্তমানে তিনি জেলা পুলিশ সুপার আবুল হাসানাত এর নিদের্শন ব্যাস্তবায়নের জন্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছেন।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১