সর্বশেষ :

আপিল শুনানিতে মনোনয়ন বৈধ ঘোষণা পেল এম, এ, ওয়াহেদ


আজহারুল ইসলাম, ব্যুরোচীফ ময়মনসিংহ
প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩ । ১:০১ অপরাহ্ণ
আপিল শুনানিতে মনোনয়ন বৈধ ঘোষণা পেল এম, এ, ওয়াহেদ

আপিল শুনানিতে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আপিলে মনোনয়নপত্র বৈধ বলে প্রার্থিতা ফিরে পেয়েছি। নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে জয়লাভ করব ইনশাআল্লাহ।

এর আগে গত ৩ ডিসেম্বর ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষর জটিলতার কারণ দেখিয়ে এম. এ. ওয়াহেদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. সফিকুল ইসলাম।

পরে নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। সোমবার নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১