আপিল শুনানিতে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আপিলে মনোনয়নপত্র বৈধ বলে প্রার্থিতা ফিরে পেয়েছি। নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে জয়লাভ করব ইনশাআল্লাহ।
এর আগে গত ৩ ডিসেম্বর ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষর জটিলতার কারণ দেখিয়ে এম. এ. ওয়াহেদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. সফিকুল ইসলাম।
পরে নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। সোমবার নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :