সর্বশেষ :

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩ । ৪:০৬ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী কেয়ার্নস ও পোর্ট ডগলাস মঙ্গলবার গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় জ্যাসপারের আগমনের প্রস্তুতি গ্রহন করছে। জ্যাসপারের বাতাসের ধ্বংসাত্মক গতি এবং আশঙ্কাজনক বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ক্যাটাগরি ওয়ান ঝড়টি ধীরে ধীরে কোরাল সাগর জুড়ে মন্থন করছে, ঘূর্ণিঝড়ের মূল অংশ বুধবার (গ্রীনিচ মান সময় মঙ্গলবার ২৩০০টায়) মধ্যাহ্নের দিকে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপি’র।

ঝড়টি গ্রেট ব্যারিয়ার রিফের উভয় প্রবেশদ্বারের দুটি পর্যটন নগরী কেয়ার্নস ও  পোর্ট ডগলাসের দিকে অগ্রসর হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এটি একটি ক্যাটাগরি টু ঝড়ে শক্তিশালী হয়ে প্রতি ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে আনবে, সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত ও জোয়ারের আশঙ্কা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর সিনিয়র আবহাওয়াবিদ মরিয়ম ব্র্যাডবেরি বলেছেন, ‘ধ্বংসাত্মক’ ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে।কর্তৃপক্ষ ঘরের বেড়া, ছাদ ও অন্যান্য সম্পত্তির ক্ষতি সম্পর্কে সতর্ক করছে এবং ঝড়টি আসার আগে বাসিন্দাদের আলগা জিনিস বেঁধে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

 

সূত্র : বাসস


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১