শেরপুর জেলা পুলিশের ডিজিটালাইজেশনে নতুন কম্পিউটার ও ফটোকপি মেশিন


নাজমুল আলম, শেরপুর জেলা প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৩ । ৭:৩৬ অপরাহ্ণ
শেরপুর জেলা পুলিশের ডিজিটালাইজেশনে নতুন কম্পিউটার ও ফটোকপি মেশিন
সংগৃহীত ছবি

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে ডিজিটালাইজেশনের অংশ হিসেবে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও দপ্তরের দাপ্তরিক কার্যক্রম যাথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নতুন কম্পিউটার সেট ও ফটোকপি মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের বঙ্গবন্ধু গ্যালারির সামনে আনুষ্ঠানিকভাবে নতুন কম্পিউটার সেট ও ফটোকপির মেশিন জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও দপ্তর প্রধানের নিকট হস্তান্তর করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল)  মোঃ দিদারুল ইসলাম সহ সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১