খুলনার পাইকগাছা থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান এর আজ প্রথম কর্মদিবস। আজ সোমবার (১১ই ডিসেম্বর) পাইকগাছা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মোঃ ওবায়দুর রহমান।
জানা যায়, তিনি ইতিপূর্বে নড়াইল জেলার নড়াইল সদর থানার চৌকস, দক্ষ ও সৎ অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে মাত্র নয় মাস সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের মেধাবী ছাত্র ছিলেন।
তাঁর সাথে সাক্ষাতকালে তিনি বলেন, পাইকগাছা থানাকে মডেল থানায় রূপান্তরিত করবেন। এছাড়া তিনি পাইকগাছাবাসীকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও জুয়ার আসর নির্মুলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। তিনি তাঁর দায়িত্ব পালনের জন্য পাইকগাছা উপজেলাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
ভিসি/এমকে
আপনার মতামত লিখুন :