নওগাঁ সদর উপজেলায় সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ২০১ জন বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধাগণের ওয়ারিশদের আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সার্টিফিকেট হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা আরো উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী অফিসার এস এম রবিন শীষ, নওগাঁ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন, নওগাঁ সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাগণের আত্মীয়-স্বজন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও দেশের প্রতি তাদের অবদান নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে ডিজিটাল সার্টিফিকেট বীর মুক্তিযোদ্ধাগণের এবং মৃত বীর মুক্তিযোদ্ধাগণের ওয়ারিশদের মাঝে হস্তান্তর করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ভিসি/এমএড
আপনার মতামত লিখুন :