সর্বশেষ :

ঘাটাইলে বংশাই নদীর ওপর ব্রিজ নির্মাণের অভাবে দুর্ভোগ


মোশারফ হোসেন, টাংগাইল জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৩ । ৬:৪২ অপরাহ্ণ
ঘাটাইলে বংশাই নদীর ওপর ব্রিজ নির্মাণের অভাবে দুর্ভোগ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামপুর পেচারাআটা এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে বংশাই নদী। স্বাধীনতার ৫২ বছরেও এই নদীর ওপর ব্রিজ নির্মাণ হয়নি। এর ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, এই নদীর পশ্চিম পাড়ে সন্ধানপুর ইউনিয়ন এবং পূর্ব পাড়ে রসুলপুর ইউনিয়ন অবস্থিত। এছাড়াও, এই নদী বয়ে গেছে ঘাটাইল উপজেলার পূর্বদিকে। ঘাটাইল সদর থেকে এই নদীটি প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকেই তারা এই ব্রিজের নির্মাণের দাবি করে আসছেন। কিন্তু তাদের দাবি এখনও পূরণ হয়নি। বর্তমানে তারা সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছে। বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে তাদের খেয়া ব্যবহার করতে হয়। কিন্তু খেয়া না পেলে তারা চলাচলে চরম দুর্ভোগ পোহান।

স্থানীয়রা আরও জানান, এই নদীর ওপর ব্রিজ নির্মাণ হলে তাদের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। এছাড়াও, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হবে।

এ বিষয়ে রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ বলেন, বংশাই নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। আমরা এই দাবি দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে তুলে ধরছি।

তিনি বলেন, আশা করি সরকারের উচ্চ মহল থেকে এই দাবি বিবেচনা করে ব্রিজের নির্মাণ কাজ শুরু করবে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১