সর্বশেষ :

কুষ্টিয়া মুক্ত দিবস পালিত


জুয়েল রানা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৩ । ৮:০২ অপরাহ্ণ
কুষ্টিয়া মুক্ত দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো কুষ্টিয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়েছিল কুষ্টিয়া জেলা। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে জেলা কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বীর মুক্তিযোদ্ধাগণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরে বিকেল ৪টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চে, কোর্ট স্টেশনে ও জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এদিকে কুষ্টিয়া মুক্ত দিবস উদযাপন কমিটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আসগর আলীসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১