২০২২ সালের ১২ই মে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছিলেন মোঃ আবুল হায়াত। তিনি এ উপজেলায় ইউএনও হিসাবে যোগদানের পর থেকেই সততা নিষ্ঠার সহিত তাঁর দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উপজেলার সকল রাজনৈতিক নেতাকর্মি, উপজেলা প্রশাসনের অধিনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলাবাসী সহ ছোটবড় সকলের সহিত বন্ধুর মত মিলেমিশে কাজ করেছেন। দীর্ঘ কর্মজীবনে দ্বায়িত্বপালে মিথ্যার সঙ্গে কখনো আপোষ করেননি এবং দ্বায়িত্ব পালনে পিছু পা হয়ননি।
অশ্রু সিক্ত চোখে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াতের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শতাধিক প্রতিষ্ঠান ফুলেল তোড়াসহ বিভিন্ন ধরণের উপঢৌকন দিয়ে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বিদায় সংবর্ধনা প্রদান করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বিদায়ী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, বিনোদপুর ইউপি চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ রুহুল আমিনসহ অন্যরা।
উল্লেখ্য, সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শিক্ষা অফিস পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা , সাংবাদিকসহ গণ্যমাণ্য ব্যক্তিরা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে উষ্ণ বিদায় অভ্যর্থনা জানান।
ভিসি/এমকে
আপনার মতামত লিখুন :