নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশ গ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১০ ডিসেম্বর) সকালে পালিত হলো ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১১ টায় আলোচনা সভা করা হয়।
দিবসটি উপলক্ষে প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ উপজেলা প্রতিবন্ধী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার রিয়াজুদ্দিন আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা, রূপগঞ্জ প্রতিবন্ধী পরিষদের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, সহসভাপতি রিমা আক্তার উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন- রূপগঞ্জ প্রতিবন্ধী পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং স্বাগত বক্তব্য রাখেন তাহামিনা আলী রুনা সহসাধারণ সম্পাদক,এমদাদুল হক মিলন দপ্তর ও প্রচার সম্পাদক, নুর মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক, জিহাদ হোসেন রিয়াদ কোষাধ্যক্ষ সুন্দর জীবন ক্লাব, ফরহাদ আহমেদ অপুর্ব, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, জোনায়েদ আহমেদ, প্রচার সম্পাদক, মোঃ মুসা ধর্ম বিষয়ক সম্পাদকসহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :