মাগুরার শ্রীপুরে ২০২৩ প্রাথমিক শিক্ষা বর্ষের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলার সকল বিদ্যালয় প্রাঙ্গনে ফল প্রকাশ করা হয়।
এতে উপজেলার সাচিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ বেগম,সহকারী শিক্ষক মোহাম্মদ তোজাম্মেল হোসেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আউয়াল।
হাট দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিলরুবা খাতুন, সহকারি শিক্ষিকা নাজমা খাতুন, জাহিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নোয়াবুল ইসলাম।
সোনাতুন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সহকারি শিক্ষিকা নাজমুন্নাহার মুক্তা, সীমা আক্তার, জেসমিন আক্তার, ইয়াসমিন আক্তার লুৎফুর নাহার লতা ও সকল বিদ্যালয়ের সকল শিক্ষকদের পরিচালনায় সুষ্ঠুভাবে ফলাফল প্রকাশের পাশাপাশি, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
এসময় অভিভাবক বৃন্দু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সমাপনী পরীক্ষায় ৯৮ থেকে ৯৯% শিক্ষার্থী পাস করেছে বলে দায়িত্বরত শিক্ষকরা সাংবাদিকদের জানান।
ভিসি/এমএড
আপনার মতামত লিখুন :