সবার জন্য স্বাধীনতা,সমতা ও ন্যায়বিচার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে র্যালী শেষে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার), মৌলভীবাজার জেলা আওয়ামিলীগের সহ- সভাপতি আজমল হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। এ ছাড়াও আলোচনা সভায় সাংবাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তারা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :