ছুরিকাঘাত করে আনোয়ারায় ১৫ লক্ষ টাকা ছিনতাই


জাফর ইকবাল তালুকদার, ব্যুরো চীফ চট্টগ্রাম
ডিসেম্বর ১০, ২০২৩ । ৯:১১ অপরাহ্ণ
ছুরিকাঘাত করে আনোয়ারায় ১৫ লক্ষ টাকা ছিনতাই
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় ফজলুল কাদের (৭০) নামের এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । পুলিশ ঘটনায় জড়িত দেরকে এখনো গ্রেফতার করতে পারেনি। রোববার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার বরুমছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

গুরুতর আহত গরু ব্যবসায়ী ফজলুল কাদের আনোয়ারা বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ এলাকার মৃত গুরামিয়ার পুত্র।

 

জানা যায়, সিরাজগঞ্জ থেকে গরু আনতে ১৫ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে পাঠানোর জন্য সরকার হাট এলাকা থেকে একটি সিএনজিতে উঠছিল ব্যবসায়ী ফজলুল কাদের। সিএনজি পিএবি সড়কের রাস্তার মাথা গ্যাস স্টেশনের কাছে পৌঁছলে গাড়িতে থাকা লোকেরা ছুরি মেরে ১৫ লাখ টাকাসহ ব্যাংকের চেকবই ছিনিয়ে নেয়। আহত কাদেরের আত্মচিৎকার স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা কাদেরকে হাসপাতালে ভর্তি করে।

 

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, পুলিশ ছিনতাইয়ের টাকা উদ্ধার এবং ঘটনায় জড়িতদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১