সর্বশেষ :

সোনাগাজীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


আফতাব মমিন, ফেনী জেলা প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৩ । ৫:৪৯ অপরাহ্ণ
সোনাগাজীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

উন্নয়ন-শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐকবদ্ধ – এই প্রতিপাধ্যে আজ ৯ডিসেম্বর শনিবার ফেনীর সোনাগাজীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোনাগাজী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র‍্যালি শুরু হয়ে সোনাগাজী পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ডা. মোহাম্মদ নূর উল্যাহর সভপতিত্বে ও সদস্য সাংবাদিক শেখ আবদুল হান্নানের সঞ্চালনায় শহীদ মিনারের সামনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সোনাগাজী সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বাবু নিতাই চরণ ভৌমিক, সহ-সভাপতি হাজী মো. আবু সুফিয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আমিন ও ফারিয়া সভাপতি আলমগীর হোসেন টিপু।

বক্তারা দুর্নীতি প্রতিরোধে ঐকবদ্ধভাবে সবাই কাজ করার আহবানে জানান।


ভিসি/এমএড


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১