সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে ৩ দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (০৮ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর তীরে রানী গ্রাম এলাকায় ইজতেমা শুরু হয়। ইজতেমায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ৫০ হাজারেরও বেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন। এখানে এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লীদের ঢল নেমেছে।
আয়োজকরা জানান, জেলার তাবলিগ জামাতের নিজাম উদ্দিন অনুসারীদের উদ্যোগে প্রায় ৩০ একর জায়গা জুড়ে ইজতেমার মাঠ তৈরি করা হয়েছে। সিরাজগঞ্জ ছাড়াও আশপাশের জেলা থেকেও মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করেছেন। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে আসা তাবলিক জামাতের সদস্যরাও এতে অংশগ্রহণ করেছেন। রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই আঞ্চলিক ইজতেমা।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম বলেন, ইজতেমাস্থলে প্রতিবারের মতো এবারো পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। এছাড়া পুরো এলাকা সার্বক্ষনিক সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। আনসার সদস্যরাও ব্যাপক ভুমিকা পালন করছে।
ভিসি/এমকে
আপনার মতামত লিখুন :