বগুড়ায় নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামী গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আসামী আঃ মমিন (৪০) নন্দীগ্রামধীন সারাদিগর গ্রামের আনছার আলী’র ছেলে।
জানা যায়, গত ০৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখ র্যাব-১২, সিপিএসসি, বগুড়া র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামী বগুড়া জেলা নন্দীগ্রাম থানাধীন মাষ্টারবাড়ী এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৯ ডিসেম্বর, ২০২৩ তারিখ রাত অনুমান ১ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে র্যাবের পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, র্যাবের এ ধরনের রাষ্ট্র বিরোধী নাশকতা মামলার আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে।
ভিসি/এমকে
আপনার মতামত লিখুন :