বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম ও ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু।
অনুষ্ঠানে পাঁচ নারীকে শ্রেষ্ঠ জতিয়া সম্মাননা দেওয়া হয়েছে। যে পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতা মনোনীত করা হয়েছে তারা হলেন অর্থনৈতিক সাফল্যে মারুফা বেগম, শিক্ষা উদ্যোক্তায় ফ্রিল্যান্সার শারমীন সুলতানা, সফল জননী বাসন্তী বিশ^াস, বাল্য বিবাহের শিকার হয়ে নির্যাতনের বিভিষীকা মুছে ঘুরে দাঁড়ানো নারী শিউলী খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সালমা বেগমকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বপন দাশ বলেন, ‘বিভিন্ন সীমাবদ্ধতা জয় করে ফকিরহাটে যারা জয়িতা হয়েছেন তাঁদের সকলকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হবে।’
অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :