সর্বশেষ :

ঘিওরে ৩০ শতাংশ সরিষা জমিতে কৃটনাশক দিয়ে নষ্ট করার অভিযোগ


জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৩ । ১২:২৮ অপরাহ্ণ
ঘিওরে ৩০ শতাংশ সরিষা জমিতে কৃটনাশক দিয়ে নষ্ট করার অভিযোগ
সংগৃহীত ছবি

মানিকগঞ্জে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের সিধুনগর এলাকার কৃষক মোঃ দাউদ খন্দকার (৩৫) পিতাঃ মান্নান খন্দকার তার ৩০ শতাংশ সরিষা জমিতে কীটনাশক প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে।

কৃষক মোঃ দাউদ খন্দকার জানান, ০৫/১২/২৩ ইং তারিখে রাত্রি অনুমান ১০.০০ ঘটিকা হতে ভোর রাত্রি ০৪.০০ ঘটিকা সময়ের মধ্যে তার জমিতে অনাধিকার প্রবেশ করে সম্পূর্ণ সরিষা নষ্ট করে ফেলেছে। যার ক্ষতির পরিমাণ ২০ হাজার টাকা।

তিনি আরও জানান, বিবাদীরা পাশাপাশি গ্রামের বাসিন্দা। বিবাদীদের চাচতো ভাইয়ের নিকট হতে তিনি ২০শতাংশ জমি ক্রয় করে ভোগদখল ও ৭/৮বছর ধরে চাষাবাদ করে আসছে। জমিতে ভাগ পাবে বলে বিবাদীদ্বয় ভুক্তভোগী দাউদ খন্দকার কে বেশ কিছুদিন ধরে ২০ শতাংশ জমিতে চাষাবাদে নিষেধাজ্ঞা করেছিল। প্রতি উত্তরে কাগজপত্রে যদি পান তাহলে জমি ছেড়ে দিবেন বলে জানিয়ে ছিলেন ভুক্তভোগী মোঃ দাউদ খন্দকার।

ঘিওর উপজেলা কৃষি মাঠ কর্মকর্তা সম্রাট বলেন, সরিষা ক্ষেতে কীটনাশক ব্যবহার করে নষ্ট করেছে বলে ভুক্তভোগী কে শান্তনা করে।

এ বিষয়ে ঘিওর উপজেলা অফিসার্স  ইনচার্জ কে মুঠো ফোনে জানান, ভুক্তভোগীর অভিযোগ তদন্ত সাপেক্ষে বিধিগত ব্যবস্হা গ্রহণ করা হবে।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১