সর্বশেষ :

কাউনিয়ায় অবরোধের নিউজ করায় সাংবাদিক লাঞ্ছিত


মোশারফ হোসেন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৩ । ১:০১ অপরাহ্ণ
কাউনিয়ায় অবরোধের নিউজ করায় সাংবাদিক লাঞ্ছিত

রংপুরের কাউনিয়ায় বিএনপির অবরোধের নিউজ করায় জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক কে চরম ভাবে লাঞ্ছিত করেছে উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহারুল আলম বাবলু। এঘটনায় রাতেই কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক সাইদুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ই ডিসেম্বর জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় অবরোধে যান চলাচল স্বাভাবিক মাঠে বিএনপি নেতাকর্মী শূন্য” এমন শিরোনামে একটি নিউজ প্রকাশিত হওয়ার জেরে উপজেলার নগরবন আমেনা স্কুলের পাশে রফিকুলের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে সকালের সময় পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম কে চরম ভাবে লাঞ্ছিত করেন এবং ক্ষিপ্ত হয়ে ওঠে মারার জন্য তেড়ে আসেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহারুল আলম বাবলু। এরপর বিয়ে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে থামানোর চেষ্টা করেন। এসময় তিনি তার নেতাকর্মীদের ডাকেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে চরমভাবে লাঞ্ছিত করে উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম কে।

এঘটনায় তাৎক্ষণিক সংবাদ কর্মীরা প্রতিবাদ জানায় এবং রাতেই কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

এব্যাপারে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১