আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা ও মানববন্ধন


শাহ মোহাম্মদ রাজুল আলী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৩ । ৩:০৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা ও মানববন্ধন
সংগৃহীত ছবি

উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ – এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ এর সহকারী পরিচালক মো: সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শাহ আখলাকুল আম্বিয়া।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দি ফ্লাওয়ারস কেজি এন্ড হাই স্কুলের ছাত্রী তাওফিকা মুজাহিদ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো: আবু সাইদ। এর আগে সার্কিট হাউস প্রাঙ্গনে সমবেত কন্ঠে জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানো হয়। পরে জেলা প্রশাসন প্রাঙ্গনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১