সর্বশেষ :

শেরপুরে ঐতিহাসিক মুক্ত দিবস পালিত


নাজমুল আলম, শেরপুর জেলা প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৩ । ৮:২৪ অপরাহ্ণ
শেরপুরে ঐতিহাসিক মুক্ত দিবস পালিত
সংগৃহীত ছবি

শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ ডিসেম্বর মুক্ত দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে  মুক্ত দিবস উপলক্ষ্যে শহরের চকবাজারস্থ শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে একাত্তরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরক্তি জেলা প্রশাসক মুখতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, শেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমূখ।

পরে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১