সর্বশেষ :

ট্রেন দেখতে গিয়ে সড়কে বাস চাপায় একই ঘরের আপন ভাই-বোন নিহত


রাশেদুল আলম, কক্সবাজার জেলা প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৩ । ৮:০৫ অপরাহ্ণ
ট্রেন দেখতে গিয়ে সড়কে বাস চাপায় একই ঘরের আপন ভাই-বোন নিহত
প্রতীকী ছবি

কক্সবাজারে ট্রেন দেখতে গিয়ে সড়কে বাসচাপায় ভাই-বোন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন শিশু।
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া অংশে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো দুজন হলো ৮ বছর বয়সী আব্দুর রহমান সামির ও তার ছোট বোন ৬ বছর বয়সী সাবা। তারা ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকার সৌদি প্রবাসী নাছির উদ্দিনের ছেলে-মেয়ে। আহত শিশু নাছিরের ভাতিজি।

মাইজপাড়া গ্রামের সর্দার রফিকুল ইসলাম জানান, নতুন ট্রেনটি দেখতে সবার মধ্যে একটা আগ্রহ রয়েছে। প্রতিদিন সকালেই শিশুরা ট্রেন দেখতে যায়। তারই ধারাবাহিকতায় আজকেও পর্যটন নগরীমুখী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দেখতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিল দুই ভাই-বোনসহ তিনজন। মহাসড়ক পার হবার সময় একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুজন নিহত হয় এবং একজন আহত হয়।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। পালিয়ে যাওয়া গাড়ি চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।’


ভিসি/এমএড


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১