বান্দরবান জেলা কারাগারে অন্তরীণ হাজতি মো: রুবেল এর পিতা মোঃ আব্দুল ওয়াহাব দূরারোগ্য ব্যাধিতে চিকিৎসাধীন থাকাবস্থায় বান্দরবান সদর হাসপাতালে গত ০৫/১২/২০২৩ ইংরেজি তারিখ ভোর ০৩.৫০ ঘটিকায় মৃত্যুবরণ করলে।
ডিসেম্বর জুড়ে জেলার বিজ্ঞ দায়রা আদালত অবকাশকালীন ছুটিতে থাকায় ও অবকাশকালীন বিজ্ঞ প্রিসাডিং কোর্টের শিডিউল একইদিনে না পড়ায় হাজতি পিতার মৃত্যুতে আসামীর জামিনে মুক্তির প্রার্থনার সুযোগ ছিল না৷
পারিবারিকভাবে একইদিনে আছরের নামাজের পর আসামীর মৃত পিতার জানাযার নামাজ ও দাফনকার্য সম্পন্ন হওয়ার সিদ্ধান্ত গৃহিত হলে আসামীর পক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক নিয়োজিত বিজ্ঞ আইনজীবী মো: এমদাদ উল্লাহ ও তাঁর সহকারী আইনজীবী সাকিল মাহামুদ খান আসামীর প্যারোলে মুক্তির আবেদন করেন।
জেলা প্রশাসক (জেলা ম্যাজিস্ট্রেট) শাহ্ মোজাহিদ উদ্দিন প্রাপ্ত তথ্যাদি যাচাই-বাছাইপূর্বক বিশেষ বিবেচনায় ২ (দুই) ঘণ্টার জন্যে হাজতি আসামীকে পুলিশ প্রহরাধীনে প্যারোলে মুক্তি প্রদানের আদেশ করেন৷
আসামী জেলা কারাগার থেকে পুলিশি প্ররহরাধীনে মুক্ত হয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পিতার জানাযায় শরীক হন। সে সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় ৷
ভিসি/এমকে
আপনার মতামত লিখুন :