জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায় রাজধানীর অভিজাত এলাকা বনানীতে শুভযাত্রা করলো ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা রাবেয়া আমিরের রাবেয়া আমির ডিজাইনার’স স্টুডিও।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় নায়ক ও নায়িকা নাঈম-শাবনাজ (দম্পতি)।
নাঈম-শাবনাজ (দম্পতি) জানান; প্রোগ্রামে অংশগ্রহণ করে ভীষণ ভালো লেগেছে। এছাড়া রাবেয়া আমির ডিজাইনার’স স্টুডিওর ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ওয়েন্ড এন্ড সদস্য এফবিসিসিআই ড. নাদিয়া বিনতে আমিন, শহীদ হোসেন শামীম (পরিচালক প্রাবর্তনা)।
এছাড়া এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও ঢাকা উত্তর লেডিস ক্লাবের প্রেসিডেন্ট আফরিনা বেলাল, হারনেট টিভির কর্ণধার আলিশা প্রধান সহ গণমাধ্যম কর্মীর অনেকেই এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাবেয়া আমির ডিজাইনার’স স্টুডিওর কর্ণধার রাবেয়া আমির জানান, ফ্যাশন জগতে নতুনত্বের ছোঁয়া। ছেলে – মেয়ে সকল ধরনের পোশাকের সমারোহে সাজানো হয়েছে রাবেয়া আমির ডিজাইনার’স স্টুডিও । সকলকে এসে ঘুরে দেখার আমন্ত্রণ রইল। তাছাড়া সকল আমন্ত্রিত অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য- এ স্টুডিওর সাথে আরও রয়েছেন, তায়্যিবা’স ক্লোজেট, তারজ বাই রেহনুমা সুলতানা, এফএসকে ফ্যাশন বাই ফারহা আফরিন, ডাজেল বাই সোনিয়া, জুটি এন্ড বাটুয়া হাউজ। পরিশেষে কেক কেটে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
ভিসি/এমকে
আপনার মতামত লিখুন :