সর্বশেষ :

শ্রীমঙ্গলে লাশ উদ্ধারের পর ২৪ ঘন্টার মধ্যে মূল আসামি গ্রেফতার


শাহ মোহাম্মদ রাজুল আলী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৩ । ৬:২৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে লাশ উদ্ধারের পর ২৪ ঘন্টার মধ্যে মূল আসামি গ্রেফতার
সংগৃহীত ছবি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে হোটেল মুনে খুন হওয়া ব্যক্তির লাশ উদ্ধারের ২৪ ঘন্টার আগেই হত্যাকারী মূল আসামি কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সেই সাথে উদঘাটন করা হয়েছে খুন হওয়া ব্যক্তির পরিচয়, উদ্ধার করা হয়েছে একটি রিক্সাসহ বিভিন্ন আলামত।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গনে প্রেস ব্রিফিং করে যাবতীয় তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়সহ শ্রীমঙ্গল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্স।

থানা পুলিশ সূত্রে জানা গেছে – খুন হওয়া ব্যক্তি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের মৃত ইনু মীরের ছেলে ইন্তাজ মীর (৫২)।

আরো জানা গেছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত একমাত্র আসামী মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজুড়া (সোনাপুর) গ্রামের মৃত আবারক মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৪৫)।

পুলিশ জানান, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। আসামী’কে বিধি মোতাবেক মৌলভীবাজারের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১