সর্বশেষ :

মোল্লারহাটে কোরআন পোড়ানোর ঘটনায় তরুণ আটক


মেহেদী হাসান, বাগেরহাট ক্রাইম রিপোর্টার
ডিসেম্বর ৬, ২০২৩ । ৫:০৩ অপরাহ্ণ
মোল্লারহাটে কোরআন পোড়ানোর ঘটনায় তরুণ আটক
প্রতীকী ছবি

বাগেরহাটের মোল্লারহাটে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় মাহমুদ শেখ (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাহালপুর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে আটক করে।

 

আটক মাহমুদ শেখ কাহালপুর গ্রামের বাসিন্দা। এর আগে গত জুলাই মাসে তিনি একই কাজ করে আটক হয়েছিলেন। সা¤প্রতি তিনি কারাগার থেকে জামিন পান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ওই তরুণ কাহালপুর গ্রামের একটি বাগানের ভেতরে গ্যাস লাইট দিয়ে কোরআন শরীফে আগুন ধরিয়ে পোড়ানোর চেষ্টা করছিলেন। তখন পাশের বাড়ির এক তরুণ তা দেখে ছুটে এসে তাকে আটকাতে গেলে মাহমুদ দৌড়ে পালিয়ে যায়। পরে ওই তরুণ আগুন নিভিয়ে কোরআন শরীফটি উদ্ধার করে স্থানীয়দের জানায়।

 

মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, সন্ধ্যায় কাহালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক মাহমুদ আগেও একই কাজ করেছেন।


ভিসি/এমএড


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১