সর্বশেষ :

পোড়াদহে মিছিল করেছে জাসদ


আশিক আলী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৩ । ৯:৫৯ অপরাহ্ণ
পোড়াদহে মিছিল করেছে জাসদ
সংগৃহীত ছবি

বিএনপি-জামাতের হরতাল অবরোধ বিরোধী ও নির্বাচন বানচাল প্রতিরোধে মিছিল করেছে পোড়াদহ ইউনিয়ন জাসদ। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পোড়াদহ ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়।

মিছিলটি থেকে স্লোগান দেওয়া হয় ১৪ দলের সরকার, শেখ হাসিনা সরকার, ইনু সরকার বারবার দরকার।পোড়াদহ ইউনিয়ন জাসদের সভাপতি উত্তম কুমার চক্রবর্তীর সভাপতিত্বে মিছিলের নেতৃত্ব দেন পোড়াদহ ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় যুবজোট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক টুটুল জোয়াদ্দার, মিরপুর উপজেলা যুবজোটের যুগ্ম-সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, পোড়াদহ জাসদের যুগ্ম সম্পাদক মিটুল জোয়াদ্দার, সাংগঠনিক আজিজুল হক মেম্বার, সহসভাপতি আলালউদ্দিন মেম্বার, জাসদ নেতা হামিদুল ইসলাম, সিরাজ উদ্দিন মেম্বার, সোনাউল্লাহ, কাজল,শ্রমিক নেতা নাজির উদ্দিন ঠান্টু, মসলেম উদ্দিন, রহিম জোয়াদ্দার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১