সর্বশেষ :

জীবন্ত এক লাশের দাফন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৩ । ৪:৫৩ অপরাহ্ণ
জীবন্ত এক লাশের দাফন
প্রতীকী ছবি

তাইরান আবাবিল

আকাশের নীলে উড়ে
একাকীত্বের নীরব সত্তা,
বিষন্ন শহরে
ধারণ বিবর্ণতা।
আবেগের অনুভূতিতে অপবিত্র স্পর্শ
আর বিবেকের শরীরে জন্ম ঘৃণা,
অভিশপ্ত জীবন
সম্মুখে অমাবস্যার নরক পূর্নিমা।
রাতের ঘোরে
বিনিদ্র যাপন,
নির্জনে চলে
জীবন্ত এক লাশের দাফন।
লেখক,
চট্টগ্রাম

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১